আমার পছন্দ

সিনে-দিনলিপিঃ পোস্টার,ছবি

 সিনে-দিনলিপিঃ পোস্টার,ছবি

দেখা তারিখঃ ০8 ডিসেম্বর ২০২০

Gloria ( ১৯৮০), পরিচালনাঃ John Cassavetes.

Gloria'র ভূমিকায়ঃ Gena Rowlands

Phil ' এর ভূমিকায় John Adames










বলা হয়েছে এটি "neo-noir crime thriller film"। তবে দেখতে গিয়ে মনে হয়েছে এ যেন noir, neo-noir ,crime, thriller সমস্তকে পার হয়ে ছুঁয়ে আছে "Bicycle Thieves"  অপত্য-মায়া, Léon: The Professional (ফরাসী: Léon) এর প্রতিশোধ-স্পৃহা আর সঙ্গে "মেঘে ঢাকা তারা"র "বাঁচতে চাই ..." উচ্চারণের আকূলতা।ক্যামেরার মসৃণ, মন্থর গমন সত্ত্বেও অন্তর্গত রুদ্ধশ্বাস টের পাওয়া যায় পিঠে। ... একটি ঘটে যাওয়া "ক্রাইম" কে কেন্দ্র করে কাহিনী দানা বাঁধলেও, কাহিনীর পরিণতির দিকে গমনে আরো কয়েকটি অনিচ্ছাকৃত ক্রাইম ঘটে গেলেও ছবিটি বলে এক বালকমনের কথা, সহসা 'মাতা'র অধিকার পাওয়ার আনন্দে মৃত্যুকেও তুচ্ছ করা এক মধ্য বয়সী - প্রাক্তন অপরাধী - মহিলার অন্তর্গত কথা আর কিনারে কিনারে 'মৃত্যু' আর ' মৃত্যু কে পার হওয়া' মহাজীবন, যা হয়তো নিছকই কল্পনা - তারই নির্মাণ এবং দ্বন্দ্ব।

আরো তথ্য   সূত্র



দেখা তারিখঃ ০৫ ডিসেম্বর ২০২০

The Passenger (Italian: Professione: reporter), ১৯৭৫, 

পরিচালনাঃ Michelangelo Antonioni.








আমি নিশ্চিত সকলেই তা চায় ... ভিখারী থেকে বাদশা, সত্যবান থেকে জিগোলো, সাবিত্রী থেকে খানকী ... চায় পালিয়ে যেতে। চায় পালিয়ে যেতে নিজের থেকেই। নিজের অন্তর্গত যে 'নিজে' তার হাত থেকে চায় রেহাই।  তাদের জানালার কাছে পেঁচা কিংবা প্লেটোর প্রেত এসে কি বলে? কি হেতু তারা ঝুলেপড়ে গাছডালে কিংবা ছাতপাখায়? ... কিংবা পালিয়ে যায় ... যেতে চায় ... নিজের কাছ থেকে?

"কেন চায়" এই প্রশ্নটিকে ঘিরেই রচিত হয় Yeats "What then?" , জীবনানন্দের "আট বছর আগের এক দিন" ... নির্মীত হয় Michelangelo Antonioni র  "The Passenger" ও। ১৯৭৫ সালের এই ছবিটি মনে পড়াতে বাধ্য Simenon এর দুটি উপন্যাসকেইঃ

The Man Who Watched the Trains Go By - ১৯৩৮

Monsieur Monde Vanishes - ১৯৪৫  এবং 

Death Of A Nobody নামের ১৯৪৭ এ লিখিত গল্পটিও।

The Passenger  ছবির প্রোটাগোনিস্ট David Locke'র সঙ্গে Monsieur Monde'র সংশ্রব ঢের বেশী টের পাই আমি। ... প্লটের মতনই  The Passenger  এ ক্যামেরাও ব্যবহৃত হয়েছে চলচ্চিত্রটিকে প্রকৃতই মাত্রান্তরে নিয়ে যেতে ...

     

দেখা-তারিখঃ ২৭ শে নভেম্বর ২০২০

Murder by Contract , ১৯৫৮, পরিচালনাঃ Irving Lerner

*** Martin Scorsese ' র প্রিয় ছবিগুলির একটি ***